• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কালো কলপ ব্যবহার করা যাবে কী?

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

প্রশ্ন: আমার স্ত্রী কমবয়সী ও ধর্মভীরু। ইদানিং আমার চুল পাকতে শুরু করেছে। স্ত্রীর অনুরোধে কালো কলপ বা খেজাব ব্যবহার করতে চাই। জায়েজ হবে কিনা?

উত্তর: দ্বীন ইসলামের জন্য জিহাদরত মুজাহিদ ব্যতিত অন্য কারো জন্য দাড়ি বা চুলে সম্পূর্ণ কালো কলপ বা খেজাব লাগানো জায়েজ নয়। সুতরাং আপনার স্ত্রীর অনুরোধ এবং মন রক্ষার্থে  কালো খেজাব ব্যবহার করা মাকরুহ হবে। তবে মেহেদী বা সবুজ বা কালোর কাছাকাছি অন্য কোনো রং এর খেজাব ব্যবহার করতে পারেন। (ফাতাওয়ায়ে শামী: ৬/৪২২, ফাতাওয়ায়ে আলমগীরী: ৫/৩৫৯, ফাতাওয়ায়ে রহীমীয়া: ৬/২৯০)