• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ট্রাফিক আইনে ৭ হাজার মামলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ হাজার ৯৪৫টি মামলা ও ৩০ লাখ ১১ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ডাম্পিং এ পাঠানো হয় ৪৩টি ও রেকার করা হয় ৮১৫টি গাড়ি। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বুধবার সকাল থেকে দিনভর এ অভিযান চালায়। 

ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানয়, এ সব মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৭৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি মামলা। এছাড়া, উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৯০০টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি ও মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

অভিযানে ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ১৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৫৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪৫টি ভিডিও মামলা ও ১৬টি সরাসরি মামলা করা হয়েছে।