• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিরামপুরের ১৫ গ্রামে ঈদ উদযাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১৫ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন।

রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর দাখিল মাদরাসা মাঠ ও আয়ড়া নুরুল হুদা ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে ঈদের জামাত হয়। দুই জামাতে ১৫ গ্রামের প্রায় একশ মুসল্লি নামাজ আদায় করেন। তবে গতবারের চেয়ে এবার মুসল্লির উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে।

খয়েরবাড়ি-মির্জাপুর দাখিল মাদরাসা মাঠে নামাজে ইমামতি করেন মো. দেলোয়ার হোসেন কাজী। 

তিনি বলেন, প্রচারণা কম হওয়ায় ও সড়কে কাদা থাকায় গতবারের তুলনায় এবার মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল।

বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বলেন, আগাম ঈদের জামাতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।