• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

হিজড়াদের পুনর্বাসনে ঘর ও ত্রাণ প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মানুষকে সমাজের মুল স্রোতধারায় আনতে ঠাকুরগাঁওয়ে ২০জন হিজড়া সম্প্রদায়ের মানুষকে পুনর্বাসন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন কহরপাড়ায় সাড়ে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গুচ্ছ গ্রামের ঘর হস্তান্তর হয়।  জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম তৃতীয় লিঙ্গের ২০জন মানুষের মাঝে ঘর হস্তান্তর করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী উপস্থিত ছিলেন। 

পরে গুচ্ছ গ্রামে ঘর পাওয়ার ২০ জন হিজড়ার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ত্রাণ তহবিল হতে পাওয়া চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, লুডুস বিতরণ করেন জেলা প্রশাসক।