• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

অবশেষে পেঁয়াজ নিয়ে সুসংবাদ দিলেন পাইকাররা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

এরই মধ্যে বাজারে ওঠা শুরু করেছে নতুন মৌসুমের পেঁয়াজ। সব পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে প্রতি মণে প্রায় ৪০০ টাকা। আশা করা যাচ্ছে, পাইকারি বাজার থেকে এই পেঁয়াজ ছড়িয়ে পড়লে দাম কমে আসবে।

রোববার কাওরান বাজারের পাইকাররা জানান, এরই মধ্যে পাতা পেঁয়াজ বাজারে ওঠা শুরু করেছে। আর এ মাসের শেষের দিকেই পেঁয়াজ ওঠা শুরু করবে। তখন প্রতিদিন কেজিতে ১০ থেকে ২০ টাকা কমতে শুরু করবে। দেশের বাইরে থেকে বেশি বেশি আমদানি সম্ভব হলে পেঁয়াজের বাজার এমনিতেই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)। এটি এস. আলম গ্রুপের প্রথম চালান।

পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আনা পেঁয়াজ কার্গো উড়োজাহাজযোগে ঢাকায় পৌঁছবে।