• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধায় ইবতেদায়ি পরীক্ষায় ভুয়া ১০ শিক্ষার্থী বহিষ্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা চলাকালীন ১০ জন ভাড়া করে আনা শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

জানা গেছে, হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভবানীপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এর মধ্যে ১০ শিক্ষার্থীকে ভাড়ায় আনা হয়েছে। যারা ওই মাদরাসার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ওই ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কার করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে অভিযুক্ত মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।