• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের পৃথক পৃথক কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জে মাদকসেবন, ও চুরির অভিযোগে  ৩জনের পৃথক পৃথক কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ ইয়ামিন হোসেন  তাদের পৃথক পৃথক ভাবে  কারাদণ্ড প্রদান ও অর্থদণ্ড করেন।

মাদকসেবন করে গণ উপদ্রবের কারণে ১ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০০ টাকা জরিমানা,  মাদক সেবনের দায়ে ১জনের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও ছাগল চুরির অপরাধে ১জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা দায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোডোমা গ্রামের মৃত ছেলে মোঃ শাহিন আলম (৩৬) কে মাদক সেবনের দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ জরিমানা, মো: মেতালেব আলীর ছেলে মোঃ কাইয়ুম আলীকে ৫০০০ টাকা অর্থদণ্ড ও মরিচা ইউনিয়নের খামারখরিকদম গ্রামের মৃত আদমত আলীর ছেলে মোঃ বেলাল হোসেন(৪৫) কে ছাগল চুরির অপরাধে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।