• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

সৈয়দপুরে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সম্মেলন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

রবিবার (২৮এপ্রিল) সকালে প্রতিষ্ঠান ক্যাম্পাসে এটির শুভ উদ্বোধন করা হয়। পরে র‌্যালি, এ প্লাস শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আলোচনা সভা এবং ল্যাব ও ওয়ার্কশপ পরিদর্শন করেন অতিথিগন।

সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর- ই- আলম সিদ্দিকী। বিশেষ অতিথি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলমসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাহিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য বলেন, বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বিভাগীয় প্রধান এ কে এম মোস্তাফিজুর রহমান, মোঃ খলিদুল ইসলাম, মোঃ নুরুন্নবী রাজিব। সভা পরিচালনা করেন শিক্ষক আফরিয়া ইয়াসমিন ও মোঃ মোসলেম উদ্দিন।

এ সময় কলেজ অধ্যক্ষ মোঃ জাহিদুল হক বলেন, কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিশন ২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক অভিভাবক সম্মেলনের আয়োজন ছিল। তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। মুলত তিনিই কারিগরি শিক্ষার রুপকার ছিলেন। বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি বিশেষ নজর রাখছেন।

তিনি আরও বলেন, খুব স্বল্প সময়ে তার প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে। ভাল ফলাফলের কারণে তার প্রতিষ্ঠানের সুনাম শুধু দিনাজপুর বোর্ডে নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে। আগামীতে তার প্রতিষ্ঠান ফলাফলে দেশ সেরা হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।