• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে পিডিবি চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয় ৫২৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে স্থানীয় শীতার্তদের মাঝে পিডিবি চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ। 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় ভি.আই.পি রেস্ট হাউজের নিকটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাঈদ আহমেদ শীত বস্ত্র  বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ ফজলুল হক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান সহ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীগণ। 
শীত বস্ত্র বিতরণ শেষে  ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীর সাথে এক শুভেচ্ছা মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।