• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ক্লিনিকে চিকিৎসক না থাকায় তিন দিন বয়সী শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক না থাকায় তিন দিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ ঘটনা ঘটে।

শিশুর মা নিপা বেগম জানান, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে রোজ ক্লিনিকে ভর্তি হন তিনি। ওই রাতেই সিজারের মাধ্যমে তার মেয়ে হয়। মঙ্গলবার সকালে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ওই সময় ক্লিনিকে কোনো চিকিৎসক ছিল না। দুপুরে ওই শিশুর মৃত্যু হয়।

শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বজনরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান জানান, শিশুর মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে ক্লিনিকের কর্মকর্তারা পলাতক রয়েছেন।