• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আমরা বন্ধুত্ব ধরে রাখতে চাই: আ’লীগকে উদ্দেশ্য করে রাঙ্গা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

আওয়ামীলীগের উদ্দেশ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা বলেছেন, ‘বন্ধুত্ব রাখতে চাইলে বন্ধুত্ব রাখেন। বৈরিতা চাইলে বৈরিতা করেন। শত্রুতা চাইলে শত্রুতা করেন। আমরা এখন কিছু বলব না। আমরা বন্ধুত্ব ধরে রাখতে চাই। এ্যলাইন্স করে নির্বাচন করেছি। সেটা রক্ষা করতে চাই।’ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রংপুরে শহিদ মোসলেম উদ্দিন ছাত্রবাস মাঠে মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘কারো বাধ্য নই যে আমাদেরকে কারো সাথে এ্যলাইন্স করতে হবে। সময় বলে দিবে আমরা কার সঙ্গে এ্যলাইন্স করব। সময় বলে দিবে আমাদেরকে কে ভালোবাসে আর কে কতটা আসন দেয়। তখন চিন্তা করব আমরা কার সঙ্গে এ্যলাইন্স করব।’

এসময় গাইবান্ধা-৩ আসন উপ-নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ফিরিয়ে দিতে মহাজোটের প্রধান আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘গাইবান্ধার আসনটি আমাদের আসন। এখান থেকে ফজলে রাব্বী ছয় ছয়বার এমপি ছিলেন। এরপর ডা. ইউনুস দুইবার ছিলেন। ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু এখন উপ-নির্বাচনে কাকে দিবেন? আমরা চাই, আমাদের ছয়বারের আসন আমাদেরকে দেওয়া হোক। যদি আমাদের প্রার্থীকে ছাড় না দেওয়া হয়। তবুও আমরা নির্বাচন করব।’

সম্মেলনে মহানগর যুব সংহতির আহ্বায়ক শাহিন হোসেন জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরি নান্টু, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খতিবার রহমান, মহানগর জাপার যুগ্ম লোকমান হোসেন, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান মাহবুব, সদর উপজেলা জাপার সভাপতি কাজলী বেগম, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর যুব সংহতির সদস্যসচিব আলাল উদ্দিন কাদেরী শান্তি।

সম্মেলন শেষে কাউন্সিলদের সর্ব সম্মতিক্রমে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি হিসেবে শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তির নাম ঘোষণা করেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা।