• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আবেদন করেও প্রতিবন্ধী ভাতা কার্ড পায়নি বীরগঞ্জের ফেরাজুল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর বীরগঞ্জের ফেরাজুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী ও বিভিন্ন দপ্তরে আর্থিক সাহায্যের আবেদন করেও প্রতিবন্ধী ভাতার কার্ড আজও পায়নি। 
সে সঠিকভাবে চলতে ও কথা বলতে পারে না। দিনমজুর ফেরাজুল ইসলাম সামান্য আয় দিয়ে জীবিকা নির্বাহ দিনে দিনে কষ্ট সাধ্য হয়ে পড়ছে। সে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের থানাপাড়া নিবাসী তাহার উদ্দিনের ছেলে।

ফেরাজুল ইসলাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেও এখন পর্যন্ত কোনো ফল হয়নি। 
অসহায় হতদরিদ্র ফেরাজুল ইসলাম বীরগঞ্জ থানা মার্কেটটি একসময় দেখ ভাল করতেন। বর্তমানে থানা মার্কেট  সংলগ্ন  একটি ছোট পানের দোকান করে পরিবার নিয়ে কোন মতো সাংসার চালাচ্ছেন। 

ফেরাজুল ইসলাম আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রীসহ উচ্চ পদস্থ সকলেরর কাছে আমার প্রার্থনা করছি যেন আমার অসহায়ত্বের কথা বিবেচনা করে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন।