• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে অনলাইন ডাটা এন্ট্রি বিষয়ক কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রাম জেলায় মাঝারী, ক্ষুদ্র ও কুটির শিল্পসমূহকে অনলাইন ডাটাবেজের আওতায় আনার জন্য জেলার ৫০জন ইউনিয়ন ডাটা এন্ট্রি অপারেটরদেরকে নিয়ে ডাটা এন্ট্রি বিষয়ক অর্ধদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রাম শিল্প সহায়ক কেন্দ্র বিসিক’র আয়োজনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে এটুআই প্রোগ্রাম কর্মশালায় ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ প্রদান করে।

কর্মশালাটি পরিচালনা করেন এটুআই প্রোগ্রামের উদ্ভাবক মো: আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন বিসিক কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, বিসিক ঢাকার ডেপুটি কন্ট্রোলার অব একাউন্টস আব্দুস সালাম প্রমুখ। পর্যায়ক্রমে জেলার ১০৩জন ইউনিয়ন ডাটা এন্ট্রি অপারেটরদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এই কর্মশালার মাধ্যমে নিজ নিজ জেলার শিল্পগুলো ডাটাবেজের আওতায় এলে সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুপারিশ, বিনামূল্যে শিল্প প্রতিষ্ঠান ও পণ্যের প্রসার ও  প্রচার, অনলাইনে পণ্য বিক্রয় ও বিদেশে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহনের সুযোগ তৈরি হবে।