• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে নড়াইলবাসী। একইসঙ্গে ভাষা দিবসের ৬৯তম বার্ষিকী উপলক্ষে ৬৯টি ফানুস ওড়ানো হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের কুররডোব মাঠে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নড়াইলের ডিসি আনজুমান আরা। তবে এবারের আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন এসপি মো. জসিম উদ্দিন (পিপিএম বার), এডিসি (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,  সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।

একুশের আলো ২০২০ নড়াইল’র সাধারণ সম্পাদক নাট্যকার কচি খন্দকার বলেন, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে এভাবেই ভাষা শহিদদের স্মরণ করা হয়। পাশাপাশি অন্ধকার থেকে দেশকে আলোকিত করার উদ্দেশ্যেই প্রতি বছর এ আয়োজন করা হয়।