• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে সাতদিনের বইমেলা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরে সাতদিনের বইমেলা শুরু হয়েছে। শহরের গোর-এ শহীদ ময়দানে এর আয়োজন করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম ও এসপি আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার)।

মেলায় আসা সুলতানা পারভীন বলেন, বিভিন্ন স্টল ঘুরে হুমায়ূন আহমেদের কয়েকটি বই কিনেছি। প্রিয় লেখকের বই কিনতে পেরে অনেক আনন্দিত।

লেখক জলিল আহমেদ বলেন, এ প্রথম বই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এখানে আমার লেখা বই পাওয়া যাচ্ছে। তা ভেবে অনেক আনন্দ পাচ্ছি।

ডিসি মাহমুদুল আলম বলেন, বই বিক্রেতাদের আগ্রহের ওপর ভিত্তি করে আগামী দিনে আরো বড় আকারে আয়োজন করা হবে। এতে করে বই পড়ে শিক্ষার্থীরা ভালো মানুষ হতে পারবে।