• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

থানায় গেলেই চকলেট দিয়ে করা হয় আপ্যায়ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

যশোরের চৌগাছা থানায় সেবা নিতে আসা মানুষদের চকলেট দিয়ে আপ্যায়ন করেন পুলিশ সদস্যরা। এমন উদ্যোগে প্রশংসিত সংশ্লিষ্টরা।
থানায় মামলা, অভিযোগ বা জিডি করতে আসা মানুষকেই দেয়া হচ্ছে এ চকলেট। এছাড়া জিডি করতে কোনো টাকা নেয়া হচ্ছে না বলেও দাবি ওসি রিফাত খান রাজীবের।

ওসি রিফাত জানান, যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হোসেনের যোগদানের পর থেকে এ সেবা চালু হয়েছে। এছাড়া অ্যাডিশনাল এসপি তৌহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর সম্বলিত একটি সাইনবোর্ড থানা চত্বরে রয়েছে। কোনো পুলিশ সদস্যের আচরণে ক্ষুব্ধ হলে সরাসরি সেই নম্বরে কল করতে আহবান জানানো হয়েছে।

সেবা নিতে আসা এক শিক্ষক জানান, তাদের কলেজের শিক্ষার্থীদের সনদ হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে আসেন। জিডি করতে কোনো হয়রানির স্বীকার হতে হয়নি। কোনো টাকাও লাগেনি। এমনকি চকলেট দিয়ে আপ্যায়ন করেছে পুলিশ।