• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব নেই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

 

কুড়িগ্রামে শনিবার প্রাপ্ত ৮ জনের করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। এছাড়াও শুক্রবার পর্যন্ত মোট ৫৩জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, শনিবার রৌমারী উপজেলার ৩জন, কুড়িগ্রাম সদরের ২জন, রাজারহাটের ২জন ও নাগেশরীর ১জনসহ মোট ৮ জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া যায়নি। এছাড়াও শুক্রবার পর্যন্ত মোট ৫৩জনের রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সবাই নিয়ম মেনে বাড়িতে অবস্থান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাকে প্রতিহত করতে পারবো। এজন্য অবশ্যই জনসমাগম ও বাইরে বের হওয়া বন্ধ করতে হবে।