• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আনসার ও ভিডিপির ২৭০০ দুস্থ সদস্যের মাঝে খাদ্য সহায়তা প্রদান     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ৭০০ দুস্থ সদস্যের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা ও আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: সেলিমুজ্জামান জানান, ফরিদপুরের নয়টি উপজেলার প্রত্যেকটি উপজেলাতে ৩০০ করে মোট ২ হাজার ৭০০ সদস্যকে এ মানবিক সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজসহ একটি সাবান ও মাস্ক দেয়া হয়েছে।

তিনি জানান, আনসার ও ভিডিপির যেসব অনিয়মিত সদস্য রয়েছেন তারা তুলনামূলক দুস্থ। তাদেরকে মানবিক সহায়তা হিসেবে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কমলাপুর চাঁদমারিতে তাদের হাতে এসব ত্রাণ তুলে দেয়া হয়।

এ সময় জেলা ও আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: সেলিমুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।