• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আড়াই লাখ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড       

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরিদপুর জেলার আড়াই লাখ পরিবারকে দেয়া হচ্ছে মানবিক সহায়তা কার্ড। দ্বৈত নামভুক্তি ও অস্পষ্টতা নিরসনের জন্য এই কার্ডে যুক্ত হচ্ছে ডিজিটাল বার কোড।


ফরিদপুর জেলা প্রশাসনের আইসিটি বিভাগের দ্বায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক (নেজারত) দীপককুমার রায় বলেন, হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর এই খাদ্য সহায়তা ‘মানবিক সহায়তা কার্ড’ প্রদানের উদ্যোগ ফরিদপুর জেলা থেকেই প্রথম নেয়া হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতোমধ্যে এই ডিজিটাল বারকোড সংবলিত এই কার্ডের অনুমোদন পাওয়া গেছে এবং এই মডেল অন্যান্য জেলার জেলা প্রশাসকদের গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে।


জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্ডটি স্বচ্ছ কথায় একটি ডিজিটাল কার্ড। এর মাধ্যমে একটি কার্ড থেকে কে কতবার সহায়তা ভোগ করেছে তা জানা যাবে। আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করেছি। এতে জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলার তথ্য থাকবে। পাশাপাশি মানবিক সহায়তা প্রদানের হালনাগাদ তথ্য সন্নিবেশিত করা হবে। জেলার পুরো চিত্র একটি সফটওয়্যারের মাধমে সংরক্ষণ করা হবে।