• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন ১০ জন   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২০  

গাইবান্ধায় করোনাভাইরাসকে পরাজিত করে বাড়ি ফিরেছেন ১০ জন। এরমধ্যে নারী ৫ জন, কিশোর একজন ও যুবক ৪ জন।

গাইবান্ধা করোনাভাইরাস সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে সোমবার সিভিল সার্জনের পিএ কাজী আব্দুল আহাদ জানান, এই ১০ জনের ফলোআপের জন্য দ্বিতীয় বার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় সোমবার সবার করোনাভাইরাস নেগেটিভ শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া জেলায় সর্বমোট ২৩ জন আক্রান্তের মধ্যে ১ জন মারা গেছেন ও বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন।

তারা হলেন, জেলায় প্রথম করোনাভাইরাস পজেটিভ সনাক্ত আমেরিকা প্রবাসী গাইবান্ধা সদরের এক নারী। তার সংস্পর্শে এসে আক্রান্ত সাদুল্লপুরের ও সুন্দরগঞ্জের দুই নারী ( তারা আমেরিকা প্রবাসী নারীর বোনের মেয়ে) ও গাইবান্ধা সদরের এক নারী (আমেরিকা প্রবাসী নারীর জা)।

অন্য ৬ জন হলেন, নারায়ণগঞ্জ ফেরত পিতার সংস্পর্শে এসে আক্রান্ত গোবিন্দগঞ্জের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম হৃদয়, হৃদয়ের মা ও হৃদয়ের দুই চাচা, ঢাকা ফেরত সাঘাটার সবুজ মিয়া (৩২) এবং নারায়ণগঞ্জ ফেরত সাদুল্লাপুরের বাবলু মিয়া (২৮)।

গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, আইসোলেশন থেকে ছাড়া পাওয়া সবাইকে নিজ নিজ বাড়িতে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।