• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

করোনা মোকাবেলায় অবিরাম ছুটে চলেছেন বীরগঞ্জের ইউএনও, পৌর মেয়র     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২০  

করোনা দুর্যোগের আগে পৌরবাসী যেত পৌর প্রশাসনের কাছে। আর এখন পৌর মেয়র যাচ্ছে এলাকাবাসীর কাছে। পৌর প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ও কাউন্সিলারও কেউ কেউ আবার এগিয়ে আছেন সামনের সারিতে।

তেমনই একজন দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মোঃ মোশারফ হোসেন বাবুল। করোনা দুর্যোগ মেকাবেলায় এই মেয়র দিনরাত অবিরাম ছুটে চলেছেন। আর তাই তাঁর নাম এখন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সর্বসাধারণের মুখেমুখে।

পাশাপাশি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়ামিন হোসেন করোনা দুর্যোগে সামিল হচ্ছেন। পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের তৎপরতা নিয়ে শ্রমজীবী সহ সকল শ্রেণি পেশার মানুষ বলেন, দিনাজপুর জেলার মধ্যে  দৃশ্যমান ও অনুকরণীয় কিছু যদি থেকে থাকে তবে তা বীরগঞ্জ। পৌর মেয়র  দারুণ কাজ করছে। পৌরসভাও এই দুর্যোগে খাদ্য সহয়তা ও আর্থিক সহয়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে বলে জানান তারা।

অন্যদিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,মোঃ আনোয়ার উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিষয়ে বলেন, স্বাস্থ্য বিভাগ করোনার নমুনা সংগ্রহ করতে গেলেও অনেক সময় ইউএনও মোঃ ইয়ামিন হোসেনও যোগ দেন দলে। সব কাজে তিনি সহযোগিতা করছেন।

ইউএনও মোঃ ইয়ামিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,উপজেলার সব এলাকায় স্বেচ্ছাসেবক পৌর মেয়র ও জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করে করোনা দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনকে সহায়তা করেছেন। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের তৎপরতার কারণে জেলার অন্য যেকোনো উপজেলার চেয়ে বীরগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি অনেক ভালো।