• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রংপুরে ১০ দিনে করোনা থেকে সুস্থ চিকিৎসক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও দুইজন বাড়ি ফিরলেন। বুধবার (২৮ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই দুইজনকে ছাড়পত্র দেয়া হয়।

ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আনসার সদস্য আব্দুল আজিজ (৩৮) এবং ডা. শরিফুল ইসলাম (৪৫)। আব্দুল আজিজ গত ১৪ মে এবং ডা. শরিফুল ইসলাম ১৮ মে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ৫৫ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বলেন, আব্দুল আজিজ এবং ডা. শরিফুল ইসলামের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বৃহস্পতিবার ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে মোট ৫৫ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।