• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে কর্মহীনদের মাঝে সলিডারিটি’র খাদ্য সহায়তা বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

কুড়িগ্রামে কর্মহীন শতাধিক কর্মজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ চত্বরে এসব সামগ্রি বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, সলিডারিটি’র প্রোগ্রাম ডিরেক্টর মোর্শেদ বদরুন্নেছা বীথি প্রমুখ।

অক্সফাম বাংলাদেশের অর্থায়নে মহিদেব যুগ সমাজকল্যাণ সমিতির কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে। করোনাকালীন সময়ে কর্মহীন দিনমজুর, হোটেল ও পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানান্তর কর্মী, ভ্যান ও রিক্সাচালক, নারী পরিবার প্রধান, গর্ভবতী মা, প্রতিবন্ধী পরিবার, বয়স্ক ও শিশু পরিবার এবং অসুস্থ্য শতাধিক ব্যক্তিকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪০ কেজি চাল, সাড়ে ৪ কেজি মসুর ও মুগডাল, সাড়ে ৪ লিটার তেল, আড়াই কেজি চিড়া, এককেজি লবণ ও এক কেজি চিনি প্রতি পরিবারকে হস্তান্তর করা হয়।