• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ৪৯৮ মন্ডপে চলছে পূজার প্রস্তুতি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটে জেলা পূজা উদযাপন পরিষদের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, পরিষদ নেতা সুনিল চন্দ্র বর্মন, শ্যামল ভৌমিক, অসীম কুমার সরকার, চন্দনা রানী সরকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এসএম ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, রাম কৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্ত্তী, পুজা উদযাপন পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি স্বপন সাহা, নাগেশ্বরী শাখার সভাপতি গোপিনাথ রায়, ফুলবাড়ি শাখার সভাপতি কার্তিক সরকার, রাজারহাট শাখার সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার, চিলমারী শাখার সভাপতি ডাঃ সলিল বর্মণ, উলিপুর শাখার সাধারণ সম্পাদক নারায়ন বর্মন, সদর উপজেলা শাখার সভাপতি সুধীর রায়, কুড়িগ্রাম পৌর শাখার সভাপতি ডাঃ দীনেশ সেন, সদর উপজেলা দক্ষিন পাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা পিন্টু প্রমুখ।

সভায় বৈশ্বিক করোনা মহামারীর কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি মন্দিরে দর্শনার্থীরাও সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি জীবানুমুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়।

এবছর কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ৪৯৮ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজার আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান পূজার আয়োজকরা।