• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

হাতীবান্ধায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪র্থ ধাপে ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ওই উপজেলার ১২টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

১২টি ইউনিয়নে ১৫৬টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬শ’ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, ১২টি ইউনিয়নে ১১০টি কেন্দ্রে ৫৩২টি বুথে ১ লাখ ৮৪ হাজার ৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠ করতে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারদের সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান, মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের ১৫৬ জনের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬শ’ জন প্রার্থী নির্বাচন করছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলার ৫টি উপজেলার মধ্যে ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ জানুয়ারি পাটগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে এ ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ৩৮ ইউপিতে ভোট হচ্ছে। বাকি ইউপিতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। এরই মধ্যে ভোটের আগে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রচার বা নির্বাচনী কার্যক্রমে এমপি ও সরকারি সুবিধাভাগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার শনিবার বলেন, আমাদের প্রস্তুতি সব সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার মধ্যে সমস্ত প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রে পৌঁছে যাবে। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন তিনি।