• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক্টর ও অটোরিকশাচাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে সোমবার সকালে (১৭ জানুয়ারি) উপজেলার নেওয়াশী ও ভিতরবন্দ ইউনিয়নে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাক্টর নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাস্টারপাড়া এলাকায় মাটি পরিবহন করছিল। এ সময় ওই এলাকার ইছা মিয়ার ছেলে তিন বছরের শিশু ইমরান হোসেন সাদিক কান্নাকাটি করলে তার মা সাদিয়া বেগম কান্না থামাতে তাকে ট্রাক্টরের ওপরে উঠিয়ে দেয়। পরে ট্রাক্টরটি চলা শুরু করলে ঝাঁকুনিতে শিশুটি ওপর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। চালক ট্রাক্টরটি থামানোর আগেই শিশুটি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

অপরদিকে সকাল ১১টায় ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানীপাড়ায় সড়কে চাবিসহ অটোরিকশা রেখে জনৈক অটোচালক বাড়িতে খাবার খেতে যায়। পাশে খেলছিল ওই এলাকার শহিদুল ইসলামের তিন বছরের ছেলে রাকিব। একসময় অটোরিকশাটি চলতে শুরু করলে রাকিব চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।