• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরে গত ৭ ঘণ্টায় ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দিনাজপুরে ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলায় সকাল ৯টায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ দিনাজপুরে বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৫-৭িকিলোমিটার।