• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার ফুল চাষিরা   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

গাইবান্ধার ফুলের এলাকা হিসেবে অতি পরিচিত সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন। আসন্ন বিশেষ তিনটি দিবসকে ঘিরে অধিক লাভের স্বপ্ন দেখছে নিভৃত এ ইউনিয়নের কৃষকরা।

গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সরেজমিনে ইদিলপুর ইউনিয়নের কাঁঠাল লক্ষিপুর, তাজনগর, রাঘবেন্দপুর, ও চকনদী এলাকার মাঠেজুড়ে দেখা যায় নানা ফুলের সমাহার। ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা।

কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এ উপজেলায় প্রায় ১৫০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে ইদিলপুর ইউনিয়নে। এখানকার বেশ কিছু কৃষক কয়েক বছর আগে থেকে অন্য ফসল ছেড়ে ফুল চাষে ঝুঁকে পড়েছে। চাষ করা হচ্ছে, গাদা, গোলাপ, চন্দ্রমল্লিকা ও রজনীগন্ধাসহ নানা জাতের ফুল।

আসছে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস। ফেব্রুয়ারি মাসের এই তিনটি দিবসকে ঘিরে ফুল চাষিদের বেড়েছে চরম ব্যস্ততা। ইতমধ্যে অধিক ফুল বিক্রি ও লাভের পরিকল্পনায় ফুটন্ত ফুলগুলোকে ম্যাকিং পদ্ধতিতে যত্ন নিচ্ছেন কৃষকরা।

কাঁঠাল লক্ষীপুর গ্রামের কৃষক আরিফুর রহমান জানান, একবিঘা জমিতে গোলাপ, গাদা ও রজনীগন্ধার চাষ করেছেন। ওই তিনটি দিবস উপলক্ষে প্রায় ৪০ হাজার টাকার ফুল বিক্রি করবেন। এতে বেশ লাভবান হবেন বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, কয়েক বছর ধরে উৎপাদিত ফুলগুলো জেলার বিভিন্ন স্থানে বিক্রি ছাড়াও রংপুর ও ঢাকার ব্যবসায়ীদের কাছে পাইকারিতে বিক্রি করা হয়। স্বল্প ব্যয়ে ফুলচাষ করে অধিক লাভে ইতমধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, ইদিলপুর এলাকার মাটি ফুল চাষে অত্যন্ত উপযোগী। তাই কৃষকরা ফুল চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে। তাদের আরও লাভবান করতে সার্বিক পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে।