• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ইজিবাইক সাইড দিতে গিয়ে উল্টে গেল যাত্রীবাহী অরিন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২২  

গাইবান্ধায় অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ির সাকোয়া ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী নিচু জমিতে পড়ে যায়। এতে বাসের দশ যাত্রী ও ইজিবাইকের ৫ জনসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারে কাজ চলছে।