দিনাজপুরে ৪০ এতিম নববধূর বিবাহোত্তর সংবর্ধনা
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ মে ২০২২

শুক্রবার দুপুর ১২টা, একের পর এক লাল বেনারসি শাড়ি, লাল ওড়নার ঘোমটা, নাকের নোলক পরে একে একে ৪০ নববধূ ও তাদের হলুদ রঙের পাঞ্জাবি আর পায়জামা মাথায় টিকলি পরা ৪০ বর (স্বামী) হাত ধরে আস্তে আস্তে এগিয়ে আসছে দিনাজপুরের দ্য গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে।
নববধূ ও তাদের পরিবারের আত্মীয়-স্বজন। বর ও তাদের পরিবারের আত্মীয়-স্বজন কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। নববধূ তার বরের হাত ধরেই চলে এসেছে দ্য গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে আগে থেকেই নববধূ এবং তার বরকে বরণ করা হয় ।
দুই পরিবারের আত্মীয়-স্বজনদের জন্য আয়োজন চলছে সকাল থেকে। ১৫ শত লোকের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জেলা প্রশাসক খালিদ মাহমুদ জাকি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হতে থাকেন। নববধূ এবং বরকে বিয়ের সাজে সাজিয়ে পাশাপাশি বসিয়ে তাদের দাম্পত্য জীবনের সুখী-সমৃদ্ধ কামনা করেন এবং বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার দুপুরে দিনাজপুর গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে দিনাজপুর লায়ন্স ক্লাব শিশু নিকেতন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ৪০ জন নিবাসী ( এতিম) মেয়েদের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যাদেরকে সংবর্ধিত করা হয়েছে তারা একসময় দিনাজপুর শিশু নিকেতন এতিমখানায় বড় হয়েছেন। তাদের এই বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া ৪০ জন এতিম মেয়ে যৌতুকবিহীনভাবে বিভিন্ন পেশার বরদের হাতে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
শিশু নিকেতন হোম (এতিমখানা) বড় হওয়া ডলি, শাহনাজ, পিংকি , রাইসা রামিশা আজ বধূ সেজে বরের ঘরে চলে যাচ্ছে। জীবনের ছোটবেলাতেই মা-বাবাকে হারালেও আজ তারা স্বামীর ঘরে নতুন বাবা-মা সংসার স্বামী এবং স্বামীর আত্মীয়স্বজনকে কাছে পেয়ে তারা তাদের ছোটবেলার যে মা-বাবাকে হারিয়েছিল সেই কথাটি আজ ভুলে গিয়ে।
৪০ নববধূ ও তাদের বরকে উপহার হিসাবে একটি করে নতুন বাইসাইকেল, একটি করে হাত সেলাই মেশিন, একটি করে কোরআন শরীফসহ লেপ তোষক বালিশ পরিবারের বাসন-কোসন সহ ৩৫ প্রকার উপহার সামগ্রী প্রদান করা হয় যা তাদের সংসার জীবনে সহায়তা করবে।
নববধূ ডলি আক্তার বলেন, কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে আমার স্বামী এবং আমার স্বামীর পরিবারের লোকেরা আমাকে অত্যন্ত ভালোবেসে। আমিও তাদের নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবেসেছি। ছোটবেলায় যেহেতু আদর-ভালোবাসা তেমন পাইনি আজ স্বামীর বাড়িতে গিয়ে সেই না পাওয়া ভালোবাসা পেয়ে আজ অনেক খুশি হয়েছি।। তারপরেও আজকে আরো বেশি খুশি হয়েছি আমার মত যারা একসময় একই এতিমখানায় মানুষ হয়েছি তাদেরও বিয়ে হয়েছে তাদের বরসহ তারাও ওখানে আমার মত নববধূ আর আমার স্বামীর মতো তাদেরও বর নতুন সাজে সেজেছে অনেক ভালো লাগছে আজকের দিনটি।
নববধূ পিংকি বলেন, ছোটবেলায় একই এতিমখানায় মানুষ হয়েছি। নতুন পরিবেশের সাথে প্রথম প্রথম খাপখাইয়ে নেওয়াটা একটু কষ্টকর ছিল। পরবর্তীতে স্বামীর পরিবারের লোকজনদের সৌজন্যমূলক ব্যবহারের সৌহার্দ্যপূর্ণ আচরণে খুব দ্রুত তাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি।
বর আবু রায়হান বলেন আমি জীবনে মনে মনে যাকে চেয়েছিলাম আমার স্ত্রী এতিম খানায় মানুষ হলেও তার ব্যবহার এবং অন্যান্য গুণে মুগ্ধ হয়েই তাকে বিয়ে করেছি। বাকি জীবন যেন তাকে নিয়েই চলতে পারি। অনেক ভালো আছি আপনাদের দোয়া প্রত্যাশী করছে।
দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর বলেন, আমাদের সমাজে যারা অসহায় এতিম রয়েছেন তাদেরকে মূল স্রোতের সঙ্গে একত্রিত করে। তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি তাদেরকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি, এই প্রশিক্ষণ তারা গ্রহণ করলে তারা সমাজের উন্নয়নমূলক কাজ তথা নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।
প্রধান অতিথি ইকবালুর রহিম বলেন, দিনাজপুর জেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বর্তমান সরকার প্রতিবছর ১৮ কোটি টাকা অনুদান প্রদান করে আসছে। এতে করে যারা সমাজের অসহায় দুস্থ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্কিল দক্ষতা বৃদ্ধির করলে তারাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ এবং জাতির উন্নয়নে কাজ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন দিনাজপুর সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসিস দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মর্তুজা, সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম প্রমুখ।
- ফুলবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিলো কিশোর
- `হার্ডিঞ্জ ব্রিজের তুলনায় পদ্মাসেতুতে ৫০ হাজার কোটি টাকা সাশ্রয়`
- করোনা রোধে দেশের শিশুদেরও টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার
- `শিশু অধিকার সুরক্ষায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জোর দিতে হবে`
- আফগানিস্তানকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাতিসংঘ
- ভাষাসৈনিক মতিউর রহমান বসনীয়া আর নেই
- `২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার`
- `যুবসমাজকে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে`
- একদিনে পদ্মাসেতুতে ২ কোটি টাকা টোল আদায়
- পদ্মা সেতু স্বাধীন জাতিরাষ্ট্রের একটা অসম্পূর্ণতা মিটিয়েছে
- হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় কর্মসংস্থান হবে ৩ হাজার
- বাংলাদেশসহ ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ঘোষণা নিউজিল্যান্ডের
- ছেলের নাম জানিয়ে ছবি পোস্ট করলেন সিয়াম
- যেমন হতে হবে কোরবানির পশুর বয়সসীমা
- ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- বিরামপুর সীমান্তে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা
- মধ্যপাড়ায় খনি শ্রমিকের সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিলো জিটিসি
- বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের মোড়ক উন্মোচন
- করোনা শনাক্ত ছাড়ালো দুই হাজার, মৃত্যু ২
- প্রেমের প্রস্তাব দেওয়া নিয়েই খুন হন ফিরোজ, আসামিদের স্বীকারোক্তি
- পথে থেতলে গেল শরীর, মজুরি নিয়ে ঘরে ফেরা হলো না আর
- হাজার কেজির ‘কিং অব কুড়িগ্রাম’র দাম ১৫ লাখ টাকা
- দিনে অনশন কলেজছাত্রীর, গভীর রাতে বিয়ে
- টাকা জোগাড়ে ব্যস্ত বাবা, ঘরেই জন্ম নিলো তিন কন্যা
- কুড়িগ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিলো কিশোর
- রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
- দুর্যোগে সবার আগে আওয়ামী লীগকেই কাছে পায় জনগণ: হানিফ
- বন্যায় ১৪ জেলায় ৭ কোটি টাকার বেশি বরাদ্দ
- ‘সময়োচিত সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাবে’
- ‘সিলেটে বন্যার্ত কোনো মানুষ স্বাস্থ্যসেবার অভাবে মারা যায়নি’
- মালয়েশিয়ার বিপক্ষে ভালো করার প্রত্যয় ফুটবলারদের কণ্ঠে
- দিনাজপুরে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির আশা
- সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি নেওয়া কি জায়েজ?
- হিলারিকে দিয়ে ইউনূস বিশ্বব্যাংকের পদ্মা সেতুর টাকা বন্ধ করিয়েছিল
- পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র : জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট
- ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন
- হজ পালনে সৌদিতে ৩৮৮৮৯ বাংলাদেশি
- মালদ্বীপে দাবায় বাংলাদেশের ওয়ারসিয়া খুশবুর স্বর্ণ জয়
- দেখা দিলেন নতুন এক মম
- কোরবানির প্রয়োজনীয় কিছু মাসায়েল
- বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
- আওয়ামী লীগ সবসময় উজানে নাও ঠেলে চলেছে: প্রধানমন্ত্রী
- একটি শিশুকে বাঁচাতে ৫ শতাধিক উদ্ধারকর্মীর ১১০ ঘণ্টার চেষ্টা
- বর্ষায় নীলে নীলাম্বরী
- ‘ধর্ষণ করলেই জিনের আছর পড়বে না’ কবিরাজের এমন কথায় শিশুর সর্বনাশ
- আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- `দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির নামই পদ্মাসেতু`
- ধান-চালের মজুদ ঠেকাতে ও বাজার তদারকি করতে মাঠে ৮টি টিম
- বন্যার সময় সহজ যোগাযোগের জন্য পদ্মাসেতু আশীর্বাদ হবে
- বন্যার্তদের জন্য বিজিবি মেডিক্যাল ক্যাম্প