• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জামগাছে আটকে ছিল সারস, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

জাম গাছের মগডালে আটকে থাকা একটি সারস পাখিকে উদ্ধার করেছে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে দিনাজপুর প্রেস ক্লাব এলাকার একটি জামগাছ থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় পাখিটিকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে পাখিটিকে অবমুক্ত করেন তারা।

উদ্ধার কার্যক্রম শেষে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সফিকুল ইসলাম বলেন, আমরা একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি প্রেস ক্লাবের জাম গাছের ডালে একটি পাখি আটকে রয়েছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং পাখিটিকে ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হই।

তিনি বলেন, পাখিটির এক পায়ে কোনোভাবে সুতা পেঁচিয়ে গিয়েছিল। সেই সুতা গাছের ডালে পেঁচিয়ে যাওয়ার কারণে পাখিটি আর উড়তে পারছিল না। পাখিটিকে উদ্ধার করে তার পায়ে পেঁচিয়ে থাকা সুতা কেটে আকাশে অবমুক্ত করা হয়েছে।