• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

হিলিতে দুই করাতকল মালিকের জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরের হিলিতে অবৈধভাবে করাতকল পরিচালনায় দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাতনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম এ আদেশ দেন।

বিরামপুর চরকায় রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, বন ও পরিবেশ অধিদপ্তরের কাগজ ছাড়া যে সমস্ত করাতকল পরিচালিত হচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বর্তমানে হাকিমপুর উপজেলায় করাতকলের সংখ্যা ১৮টি। এর মধ্যে ৪-৫টির কাগজপত্র রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম বলেন, বিকেলে কয়েকটি করাত কলে অভিযান চালানো হয়। এসময় কল মালিক নজরুল ইসলাম ও মো. সবুরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আরও দুই করাতকল মালিককে সতর্ক করা হয়।