• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

প্রশিক্ষিত যুবকরাই দেশের সম্পদ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন বলেছেন, প্রশিক্ষিত যুবকরাই দেশের সম্পদ। তারা দেশের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে।

তিনি বলেন, এ যুবশক্তিকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পাইলট প্রকল্প হাতে নিয়েছে। আনসার বাহিনী যুবকদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সরকারের সেই কাজকে আরো বাস্তবমুখী করে তুলছে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিসি চলতি বছরের বন্যাসহ ডেঙ্গু বিষয় সচেতনতা বৃদ্ধি ও ছেলেধরা গুজবে কাজ করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের ধন্যবাদ জানান।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট তৌহিদ-উজ-জামান, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, ব্যাটালিয়ন নায়েক মেজিবুর রহমান, নায়েক আইয়ুব আলী প্রমুখ।