• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী বহাল রাখার দাবিতে আজও মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী রাখার দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো রংপুরের বিভিন্ন স্থানে একাধিক সংগঠন ও সদর আসনের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে নগরীর টার্মিনাল বাস স্টান্ড এলাকায় প্রায় ঘন্টা ব্যাপিক মানবন্ধন অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরন সামাজিক সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম হীরা,২২ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি মানিক হোসেন, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান শাহীন,চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান তুহিন,১৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর শিপলু মিয়া,১৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবেদ আলী,রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহামুদ হাসান,বর্তমান সা: সম্পাদক নোবেল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিন্নাত হোসেন লাভলু,যুগ্ন সা: সম্পাদক সোহেল রানা সনি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

ঘন্টা-ব্যাপি চলা এ মানবন্ধনে বক্তারা বলেন,দীর্ঘ দিন পর রংপুর সদর বাসীকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন।এই নৌকার পাল তুলতে আমরা রংপুর বাসী ঐক্যবদ্ধ। আমরা মাঠেও নেমে পড়েছি,নৌকার ব্যাপক সাড়া পেয়েছি। তাই জননেত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের নৌকার প্রার্থী যেন বহাল থাকে।

এদিকে সকাল ১১টার দিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের ব্যানারে লালবাগ মোড়ে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।এসময় কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।এসময় বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুজ্জামান সিজার সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ,সহ-সভাপতি শাহারিয়ার শিহাদ,আব্দুল ওহাব লাবীব,ইব্রাহীম খলিল উজ্জ্বল,রাগিব হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাকির হোসেন সাদ্দাম,মিন্টু মিয়া,ফিরোজ হাসান সুমন,সাংগঠনিক সম্পাদক রাব্বি হক লালন,আকিমুল ইসলাম, তানজিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাইচ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। এবং এরই মধ্যে এখানে দেশের বড় তিন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী ঘোষনা করেছেন।