• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রামের ১৬টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

চট্টগ্রামের ১৬টি আসনের সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শীত উপেক্ষা করে ভোর থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘলাইন দেখা গেছে ভোটারের। কিছু কিছু কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে বেশি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

তিনি বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে রয়েছে র‍্যাবের টহল দল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে জেলায় মোট ভোটার ৬৩ লাখ সাত হাজার ৯৯৫ জন। এরমধ্যে ৩২ লাখ ৮২ হাজার ২৫৫ জন পুরুষ ও ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন নারী। মোট ভোটকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৩টি। নগরের ছয়টি আসনে রয়েছে ৬৬০টি কেন্দ্র ও উপজেলার ১০টি আসনে রয়েছে এক হাজার ৩৬৩টি কেন্দ্র। 

মোট ভোটারের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে তিন লাখ ৬৬ হাজার ৪৬৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চার লাখ ৫৬ হাজার ৪৮৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দুই লাখ ৪১ হাজার ৯০৭ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে চার লাখ ২৭ হাজার ১৭২ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চার লাখ ৭৪ হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে তিন লাখ ১৬ হাজার ৯২০ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিন লাখ ৩১ হাজার ৯১ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে পাঁচ লাখ ১৫ হাজার ৪৭৩ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে চার লাখ নয় হাজার ৫৭৬ জন, চট্টগ্রাম-১০ (খুলশী, পাহাড়তলী, হালিশহর) আসনে চার লাখ ৮৫ হাজার ৯৯০ জন, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা, বন্দর) আসনে পাঁচ লাখ এক হাজার ৮৪৮ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে তিন লাখ ২৯ হাজার ৪২৮ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে তিন লাখ ৫৬ হাজার ৮৬৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে দুই লাখ ৮৮ হাজার ১২২ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে চার লাখ ৫৮ হাজার ৪০৩ জন ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তিন লাখ ৬৫ হাজার ৭৯৫ জন রয়েছেন।