• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘জিডি ও মামলা করতে কোনো টাকা লাগবে না’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

মানিকগঞ্জের সিংগাইর থানার নবাগত ওসি আব্দুস ছাত্তার মিয়ার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় থানা চত্বরের গোলঘরে এ মতবিনিময় সভা হয়।

সভায় ওসি বলেন, এখন থেকে থানায় জিডি ও মামলা করতে বাদীকে কোনো টাকা দিতে হবে না। পুলিশি সেবা পেতে জনগণকে কোন হয়রানি হতে হবে না। সেই সঙ্গে সিংগাইরের আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং মাদক প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

শুক্রবারের এ সভায় উপস্থিত ছিলেন, সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি মো. কোহিনূর ইসলাম রাব্বি, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, সাংবাদিক আতাউর রহমান, মানবেন্দ্র চক্রবর্তী, এফএম ফজলুল হক, মো. মিজানুর রহমান বাদল, রাকিব বিশ্বাস, মোস্তাক আহম্মেদ, ইয়াকুব মোল্লা, সাইফুল ইসলাম, সুজন মাহমুদ, মিলন মাহমুদ, মো. ইমরান হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

এর আগে ১৬ অক্টোবর তিনি ঢাকা ডিএসবি থেকে সিংগাইর থানায় ওসি হিসেবে যোগদান করেন।