• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজির অভিযোগে যুবলীগ থেকে রাজীব বহিষ্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।   

শনিবার রাতে গ্রেফতার হওয়ার পর সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

হারুনুর রশীদ বলেন, চলমান দুর্নীতি বিরোধী অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে কেউ গ্রেফতার হলে বহিষ্কারের সিদ্ধান্ত ছিল। সেই ধারাবাহিকতায় রাজীবকে বহিষ্কার করা হয়েছে।  

জানা গেছে, ২০১৫ সালে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার জন্য মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে এর আগেও একবার বহিষ্কার হয়েছিলেন। 

এর আগে শনিবার রাতে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ৮নং সড়কের ৪০৪ নং ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই বাসায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, কয়েক বোতল বিদেশি মদ ও ৪৩ হাজার টাকা পাওয়া যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদীয়া হাইজিং সোসাইটির ১ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় তার দেয়া তথ্যমতে অভিযান চালায় র‍্যাব-২।