• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

হাবিপ্রবিতে সিপিই বিভাগের গবেষণাগার-২ এর উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগ (সিপিই)-এর নবনির্মিত গবেষণাগার-২ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম নতুন এই গবেষণাগারটির উদ্বোধন করেন। পরে সিপিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শ্রীপতি সিকদারের সভাপতিত্বে উক্ত গবেষণাগারে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য গবেষণার কোন বিকল্প নেই। তাই আমি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সকল অনুষদের গবেষণাগারের সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যাপক গুরুত্ব দিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে, সকলের সহযোগিতা পেলে সামনে হাবিপ্রবির উন্নয়ন নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। আশা করি সেগুলো যথা সময়ে শেষ করতে পারব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খানসহ উক্ত বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।