• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সিটি নির্বাচনে ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ দিনের জন্য মোট ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি আইন ও বিচার বিভাগকে দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠি থেকে জানা যায়, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনের সময় সংঘটিত অপরাধগুলো আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে।

৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন প্রদানের জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ইসি।