• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সেনাবাহিনীর বিশেষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ৯ হাজার ৯৯৯ জন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মাসব্যাপী গর্ভবতী মায়েদের জন্য চলমান বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। এ কার্যক্রমে এখন পর্যন্ত ৯ হাজার ৯৯৯ জন সেবা গ্রহণ করেছেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে আরো জানানো হয়, চলমান এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমে ৪২ জনের করোনা পরীক্ষাসহ এক হাজার ৭৭৪ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এই স্বাস্থ্যসেবা চলমান থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।