• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

প্রশাসন ও ইকোনমিক ক্যাডার একীভূত করে প্রজ্ঞাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

দীর্ঘ প্রক্রিয়ার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ও ইকনমিক ক্যাডার একীভূত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই আদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮ নামে অভিহিত হবে। এটি সরকারি গেজেট প্রকাশের তারিখে কার্যকর হইবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রশাসন ও ইকনমিক ক্যাডারের সব পদ ও জনবল প্রশাসন ক্যাডারের পদ ও জনবল হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকনমিক ক্যাডারের কর্মকর্তাগণের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণের সঙ্গে নির্ধারিত হবে।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার দুই ক্যাডার একীভূত করার প্রস্তাবের সারসংক্ষেপ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এ প্রসঙ্গে ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা জানান, দুই ক্যাডার একীভূত করার প্রক্রিয়া শুরু হয় ২০১৩ সালে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ২০১৭ সালে বিষয়টিতে অনুমাদন দেয়।

প্রধানমন্ত্রী সর্বশেষ গেল সেপ্টেম্বরে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেন। এরপর দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পর আইন মন্ত্রণালয় ভেটিং শেষ করে। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।