• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পেশী শক্তি দিয়ে নির্বাচনে জিততে চায় ঐক্যফ্রন্ট-প্রধানমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি-জামাত জোট সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, খুন করছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আচরণে বোঝা যায় তারা পেশী শক্তি দিয়ে নির্বাচনে জিততে চায়। তাদের ভোটে বর্জন করতে ভোটারদের প্রতি আহবান জানালেন শেখ হাসিনা। 

বুধবার (২৬ ডিসেম্বর)  তিনি বলেন, ভোটের মালিক জনগণ। তারাই বেছে নেবে আগামীতে কারা সরকার গঠন করবে। ধানমন্ডিতে দলের সভানেত্রীর ব্যক্তিগত বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া ও নওগাঁ জেলায় দলের নেতাকর্মী ও ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময়ে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। আওয়ামী লীগের ইশতেহার মানুষের ভ্যাগ্য পরিবর্তনের ও দেশকে এগিয়ে নেয়ার। আবারও নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়ন করা হবে।

নির্বাচনকালীন সময় খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল করতে অপতৎপরতা ও মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বিএনপি-জামাত। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কারণে দেশে শান্তি বিরাজ করছে। কিন্তু  বিএনপি-জামাত দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সারা দেশে সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে এবং ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। ধৈর্য্যসহ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহবান জানান তিনি। বলেন, সবাই এক থাকলে কেউ পরাস্ত করতে পারবে না।