• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

প্রথমবারের মতো জুতা রপ্তানি ছাড়াবে ১০০ কোটি ডলার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২২  

চামড়াজাত ও সিনথেটিকসহ সবধরনের জুতা রপ্তানির গতি বেড়েছে। প্রথমবারের মতো চলতি অর্থবছরে রপ্তানি ছাড়াবে ১০০ কোটি ডলার। অনেক ক্রেতা এখন চীন-ভারতের পরিবর্তে বাংলাদেশ থেকে জুতা কিনছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

এদিকে বাড়তি চাপে কারখানা সম্প্রসারণও শুরু করেছে কিছু প্রতিষ্ঠান। তাদের মতে, বিশ্বের জুতার বাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে দক্ষ শ্রমিক ও এক্সেসরিজ শিল্প গড়ে তুলতে হবে।

দেশের রপ্তানি আয়ে পোশক খাতের নির্ভরতা কমাতে বড় সম্ভাবনার জানান দিয়েছে জুতা শিল্প। এক সময় কেবল চামড়াজাত জুতা তৈরি হলেও এখন কাপড় ও সিনথেটিকের জুতার বেশ কিছু কারখানা গড়ে উঠেছে দেশে। বাংলাদেশ থেকে বিশ্বের ৯০ দেশে জুতা রপ্তানি হয়।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৫৪ কোটি ডলারের চামড়াজাত এবং ৩৪ কোটি ডলারের অন্যান্য জুতা রপ্তানি হয়েছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি। রপ্তানি আদেশ বেশি পাওয়ায় ব্যস্ততা বেড়েছে জুতার কারখানাগুলোতে। উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগও করছে কোন কোন প্রতিষ্ঠান

হঠাৎ করে রপ্তানির চাপ বাড়ায় জুতা শিল্পে শ্রমিকের সংকট। ব্যবসায়ীরা বলছেন দক্ষ শ্রমিক তৈরির পর্যাপ্ত উদ্যোগ নেই। সেইসাথে চামড়া ছাড়া বেশিরভাগ কাঁচামাল ও এক্সেসরিজ আমদানি নির্ভর হওয়ায় সময়মতে রপ্তানি শেষ করা চ্যালেঞ্জিং।

চামড়াজাত জুতা রপ্তানিতে ১৫ শতাংশ এবং সিনথেটিক, কাপড়সহ অন্যান্য জুতা রপ্তানিতে ১৯ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি আরো বাড়াতে বন্ড সুবিধাসহ সংশ্লিস্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা সহজলভ্য করতে হবে।