• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদে পৌঁছাবে উন্নয়নের ছোঁয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

দক্ষিণবঙ্গ মানেই যেন নৌপথ। বিশেষ করে বৃহত্তর বরিশালে যাতায়াতে যেন নৌপথের ওপরই ভরসা রাখতে হয়। লঞ্চ তো আছেই, এ অঞ্চলে সড়কে চলতে হলেও ফেরির বিকল্প ছিল না এতদিন।

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ প্রতীক্ষার। নৌনির্ভর এ পথে এবার দিনবদলের স্মারক এখন পদ্মার বুকে ঠায় দাঁড়িয়ে। অপেক্ষা ২৬ জুনের। দক্ষিণাঞ্চলের বাসিন্দারা বলেন, আমরা অপেক্ষায় আছি কাঙ্ক্ষিত দিনটির। যেখানে বাড়ি যেতে দুপুর ৩টা বাজত। এখন ১২টার মধ্যেই পৌঁছে যাব।
 
বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এবার আরও একধাপ এগিয়ে গেল দীর্ঘদিনের অবহেলিত এ জনপদ। শুধু কি সেতু ঢাকা থেকে মাওয়া আর জাজিরা থেকে ভাঙ্গা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এ পথে সড়কেও এনেছে ভিন্ন মাত্রা।
 
এদিকে এক সেতুতেই দুই পাড় যুক্ত করতে সমানতালে চলছে রেলের কাজও। এ পথে রেললাইন যুক্ত হলে দেশের প্রথমবারের মতো বহুমাত্রিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে দক্ষিণাঞ্চলের মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান, দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘ সময় ভোগান্তিতে ছিল। এ প্রথম দক্ষিণাঞ্চলের ২০ জেলার মানুষ পেতে যাচ্ছে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা।
 
অর্থনীতিবিদরা বলছেন এত দিন ধরে পিছিয়ে থাকা এ জনপদে পৌঁছাবে নতুন আলোর রশ্মি। এখানে অর্থনীতির চাকায় যেমন গতি আসবে, তেমনি বদলে যাবে আর্থসামাজিক অবস্থাও।