• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হবে: রাষ্ট্রপতি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

সামনের দিনগুলোতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১ অক্টোবর) চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন পত্রে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

চিঠিতে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা, মূল্যবোধ, জাতীয় লক্ষ্যে অভিন্নতা এবং সহযোগিতা নীতিতে খুব চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে।  

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন রাষ্ট্রপতি।