• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বিএনপি আমলের চেয়ে ছয়গুণ বেশি রিজার্ভ রয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি আমলের চেয়ে এখন ছয় গুণ বেশি রিজার্ভ রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার, এখন আছে ৩৬ বিলিয়ন ডলার।

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে আরএ স্পিনিং মিলস লিমিটেডের রোটর ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অনেকেই বলেন বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে, কিন্তু প্রকৃত সত্য হলো বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না। হওয়ার প্রশ্নই ওঠে না। কেননা আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। তা এতো ঠুনকো নয় যে কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই পড়ে যাবে। 

তিনি বলেন, আমাদের শিল্পায়ন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তবে তা হতে হবে পরিবেশের প্রতি খেয়াল রেখে। বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না।

মালিক-শ্রমিকের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো। শ্রমিক ও মালিক একজন আরেকজনের পরিপূরক। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে।