• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ হবে তামাকমুক্ত: ডেপুটি স্পিকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

স্মার্ট বাংলাদেশ হবে তামাকমুক্ত: ডেপুটি স্পিকার                         
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ হবে তামাকমুক্ত, সুস্থ-সবল তরুণদের। এখানে তামাকের কোনো স্থান থাকতে পারে না। মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রত্যেককে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এর মাধ্যমে মূলত যারা ধূমপান করছেন না তাদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া এবং কিশোর-তরুণদের ধূমপান থেকে বিরত রাখা সম্ভব হবে। আইনের পাশাপাশি ব্যাপক গণসচেতনতা ও মোটিভেশন দিয়ে তামাকের বহুল ব্যবহার কমিয়ে আনতে হবে। একই সঙ্গে সব ধরনের নির্বাচনী প্রচার ও প্রচারণায় বিড়ি-সিগারেটসহ তামাকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

শামসুল হক টুকু বলেন, শ্রমজীবীদের একটি বড় অংশ ধূমপান করে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা হলে শ্রমজীবীরা তামাক ছাড়তে উদ্বুদ্ধ হবে। ফলে তাদের অর্থনৈতিক সাশ্রয়ও হবে।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, শ্রমিকনেত্রী শামসুন নাহার প্রমুখ।