• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে বোরো আবাদে ব্যস্ত চাষীরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে জেলা জুড়ে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছে চাষীরা। আমন ধান মাড়াইয়ের শেষ হতেই এসে গেছে বোরো মৌসুম। তাই মাঘের শীতে কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত জমিতে আবাদ নিয়ে দিন কাটছে চাষীদের। দিনভর চলে জমি প্রস্তুত করা, বীজতলা থেকে চারা তুলে শুরু হয় বোরো চারা রোপন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার কেতার মোড় এলাকায় দেখা যায়, আমন ধান মাড়াইয়ের করে ঘরে তোলার পর চাষীরা কেউ বসে নেই, কেউ ট্রাক্টর দিয়ে জমি তৈরি করছে, কেউ ধানের বীজ তুলছে, কোথাও আবার ৪-৫জন চাষী মিলে বোরো রোপন করছে।

সদর উপজেলার কেতার মোড় এলাকার চাষী মোখলেছুর জানান, এখন বোরোর মৌসুম তাই আমি সহ আরোও চারজন শ্রমীক নিয়ে জমি তৈরি করে বীজ তুলে বোরো ধানের চারা রোপন করতেছি। আল্লাহর রহমতে এবার ভালো ফলনের আশাকরি।

একই এলাকার আঃ ছাত্তার বলেন, আমার বেশী জমি নাই। তাই আমরা বাপ-বেটা মিলে জমিতে বোরো রোপন করছি। এতে করে অনেক টাকা রেহাই পাই। তাছাড়া নিজের জমিতে কাজ করতে অনেক ভালো লাগে।

কুড়িগ্রামের কৃষি অধিদপ্তরের খামার বাড়ীর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, জেলার বোরো ধান ১লক্ষ ১৭ হাজার হেক্টর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন বারো ধান আবাদের উপযুক্ত সময়। তাই ভালো ফলনের জন্য চাষীর জমিতে অনেকশ্রম দিচ্ছে। আশা করছি এবার ভালো ফলন হবে।