• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মিয়ানমার এখনো বিশ্বস্ততা অর্জন করতে পারেনি: পররাষ্ট্রমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

মিয়ানমার এখনো বিশ্বস্ততা অর্জন করতে পারেনি, তাই রোহিঙ্গারা যেতে চাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা নেতাদের রাখাইন নিয়ে তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে তা দেখানোর প্রস্তাব দেয়া হবে মিয়ানমারকে। সেখানে ১০০টি বাড়ি বানিয়ে দিয়েছে চীন। ২৫০ বাড়ি বানিয়ে দিয়েছে ভারত। সেটা নেতাদের দেখালে তারা হয়তো ফিরে যেতে রাজি হবেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যে দাবিগুলো করেছে তা দেশে গিয়ে তাদের নিজেদেরই অর্জন করতে হবে। রোহিঙ্গারা তাদের দেশে যেতেই হবে, তাদের বসিয়ে বসিয়ে আর খাওয়ানো যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার তাদের জন্যে শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে। সেটা তাদের বুঝাতে পারিনি। এজন্য খারাপ লাগছে। তবে আমি সবসময় আশাবাদী। আমি মনে করি রোহিঙ্গাদের পাঠাতে পারবো। এজন্য সময় লাগবে।

শুক্রবার সন্ধ্যায় দুই দিনের সফরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। এসময় মন্ত্রীকে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বাইশটিলা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।