• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ভারতের চার রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ২`শ ছাড়াল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯  

ভারতের ৪ রাজ্য কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাটে বন্যা পরিস্থি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ এবং কর্নাটকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

নিউজ এইটটিনের খবর, কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাত মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনও নিখোঁজ। কর্নাটকে ২ হাজার ৮০০টি গ্রাম পানির নিচে। ৪০, ৫২৩টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। ১ হাজার ২২৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ।

গুজরাটের কুচ জেলায় উদ্ধারকাজে নেমেছে বিমানবাহিনী। কর্নাটক ও মহারাষ্ট্রে বৃষ্টির সঙ্গে চলছে ধস। ফলে রাস্তা সব বন্ধ হয়ে গেছে। কেরালায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মালাপ্পুরমে। ২৯ জনের মৃত্যু হয়েছে সেখানে। কোঝিকোড়ে ১৭ জন ও ওয়াইনাডে ১২ জন মারা গেছে।

মহারাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজপুরের গ্রামগুলিতে ২.৫ টন রেশন বরাদ্দ করা হয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে ওষুধও।